দেশের নিরাপত্তায় বড়ো সিদ্বান্ত প্রধানমন্ত্রীর। আরো একবছর বাড়ানো হলো রও(RAW) এবং ইব(IB) প্রধান এর মেয়াদ


 গরুত্বপূর্ণ দেশের গোয়েন্দা বিভাগ।দুই গুপ্ত চর সংস্থা RAW এবং গোয়েন্দা সংস্থা IB পরিচালনা র ক্ষেত্রে বড়ো সিদ্বান্ত প্রধানমন্ত্রী মোদী সরকারের।

আরও একবছর বাড়ানো হলো RAW এবং IB প্রধানের মেয়াদ।দেশের মধ্যে সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠছে। এই অবস্থায় অভিজ্ঞতা রয়েছে এমন অফিসারদের প্রয়োজন.আর সেই জন্যই দুই গুপ্তচর সংস্থার মেয়াদ আরো একবছর বাড়িয়ে দেয়া হলো

4 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন