কবে হবে মাধ্যমিক ও উচচমাধ্যমিক পরীক্ষা?

 মাধ্যমিক ও উচচমাধ্যমিক  পরীক্ষা নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বর্তমানে করোনা পরিস্থিতি অনুযায়ী গোটা দেশ জুড়ে চলছে lockdown । তার জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।এক বছর আগে থেকে চলছে করোনা এখনও এই পরিস্থতি সামাল দেয়ার মত কোনো ভ্যাকসিন বেরোইনি ।সেই জন্যই cbse board এর পরীক্ষা বাতিল করা হয়েছে।


কিন্তু wb বোর্ড পরীক্ষা হবে বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন.....
পরিক্ষা হবে যে কোনো মূল্যে। উচচমাধ্যমিক 
পরিক্ষা হবে জুলাই এর শেষ সপ্তাহে এবং মাধ্যমিক পরীক্ষা হবে আগস্ট এর প্রথম সপ্তাহে।
পরীক্ষার সেন্টার হবে নিজের বিদ্যালয়ে । পর্যাপ্ত বিষয়এর পরীক্ষা নেয়া হবে। পরিক্ষা হবে ১ঘণ্টা ৩০ মিনিট।
উচচমাধ্যমিক ও মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষার আগে covid ভ্যাকসিন নিতে হবে তবেই বসতে পারবে পরীক্ষায়। এছাড়া 😷 মাস্ক অনিবার্য।
বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন