কন্যাশ্রী প্রকল্প এর সংক্ষিপ্ত বিবরণ(Overview of Kanyashree Project)
পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটি জনপ্রিয় স্কিম এর নাম হচ্ছে কন্যাশ্রী প্রকল্প।এই প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে ।মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেছে ও করে যাচ্ছে।
১৩ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য মানে পড়াশুনার জন্য ১০০০ টাকা করে মাসে পাবে।তারপর ১৮ বয়সী অবিবাহিত তরুণীদের এককালীন ২৫০০০ টাকা দেয়া হবে।
তো চলুন যে নি কি ভাবে এই প্রকল্পের শুভিধা পাওয়া যাবে বা কি ভাবে এই প্রকল্প অ্যাপ্লাই করতে হয়।
১.আনতে হবে স্কুল থেকে কন্যাশ্রী এর ফর্ম:----
এই ফর্ম পাওয়া যাবে নিজের সরকারি বিদ্যালয়ে । মানে কন্যা যেই স্কুল এর ছাত্রী সেই স্কুল এ ফর্ম পাওয়া যাবে।এই ফর্ম দুই প্রকার ১.K1 ২.K2।
K ONE ফর্ম কী?
K1 ফর্ম হলো 18 বছরের কন্যা । মানে যখন ছাত্রীর বয়স হবে 18+ তখন যেই ফর্ম ফিলাপ করতে হয় সেই ফর্ম হচ্ছে k1 ফর্ম। এই k1 এর আয় হচ্ছে 25000 টাকা।
K TOW ফর্ম কি?
K2ফর্ম হলো 13বছর থেকে শুরু। মানে যখন কন্যার বয়স 13 বছর তখন কন্যা এই K2 ফর্ম এর জন্য আবেদন করতে পারবে। যা মাসে 1000 করে পাবে।
এই ফর্ম গুলি সাবধানে পূরণ করতে হবে কোন ভুল যেনো না হয়।
2.ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
ফর্ম পূরণ করার সাথে সাথে চাই ব্যাংক এর পাসবুক ।এই সূভিধা নেয়ার জন্য নিয়ে অ্যাকাউন্ট থাকা চাই।এই স্কেমে সরাসরি অ্যাকাউন্ট এ টাকা ঢুকিয়ে দেয়া হবে ।
3. সাবধানে পূরণ করতে হবে ফর্ম।
প্রথমেই বলে রাখি এই ফর্ম সাবধানে পূরণ করতে হবে। কোনো যেনো কাটা কোটি না থাকে।
1.নামের বানান সঠিক ভাবে লিখতে হবে।
2.সঠিকভাবে মোবাইল নম্বর দিতে হবে।
3.সঠিক ভাবে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।
4।সঠিক তথ্য দিতে হবে।
ও তার পর জমা করতে হবে।
4.কন্যাশ্রী প্রকল্প এর স্ট্যাটাস চেক।konnasree status check।
প্রথমেই টাইপ করবেন কন্যাশ্রী স্ট্যাটাস চেক।
তারপর আপনার কাছে একটা লিংক চলে আসবে TRACK YOUR KANNASREE APPLICATION। তার পর লিংক এ ক্লিক করার পর আপনার কাছে এই রকম একটা ফেস খুলে যাবে।
তারপর আপনার কোন বছরের অ্যাপ্লিকেশন টা select করবেন। ও স্কিম টাইপ করবেন মানে k2 না k1 যা বটে টা select করবেন। তারপর অ্যাপ্লিকেশন আইডি দিবেন আর জন্ম তারিখ দেবন ।এবং শেষে captcha code দিয়ে submit করবেন।
amader akhono dhukeni
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন