মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার কিভাবে দেওয়া হবে ও মার্কশিট কিভাবে দেওয়া হবে

2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি।
কি বলেছেন দেখুন।

2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানানোর মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ সরকারের  মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। যার ছাত্র দরদী দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি ও যাতে কোনো রকম শারীরিক অসুবিধা না হয় ও বিশেষজ্ঞ কমিটি ও অভিভাবকদের মতামতকে প্রাধান্য দিয়ে 2021 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করলেন। আরও জানার জন্য ক্লিক করুন -new news
সেইসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সেইসঙ্গে শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনিশ জমিনের নিরবিচ্ছিন্ন পরাম
র্শ আমাদের নানাভাবে সাহায্য করেছে। এই জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।

মূল্যায়ন পদ্ধতি :-----------------------Shayari

2019 সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বো
চ্চ নাম্বারের উপর ভিত্তি করে 40 শতাংশ নম্বরের weightage এবং ২০২০ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার theoyri তে প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে 60% নম্বরের weightage এর সঙ্গে ক্লাস দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট নম্বর যুক্ত করে মূল সূত্র হিসেবে ধরা হবে।
কোন ছাত্র-ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ চারটি বিষয়ে র মোট নাম্বার৪০০ নম্বরের মধ্যে 200 হয়
এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ছাত্র-ছাত্রী টি physcis ও থিওরি তে ৭০ নাম্বার এর মধ্যে 50 হয় এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর 30 এর মধ্যে 28 হয় তাহলে টোটাল নাম্বার হচ্ছে:--------



1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم