ISLAMIC HADITH IN BANGALI:----
বাংলা হাদিস pdf,
বাংলা হাদিস সফটওয়্যার,
বাংলা হাদিস সমূহ,
বাংলা হাদিস apk,
বাংলা হাদিস pdf download,
বাংলা হাদিস ডাউনলোড,
বাংলা হাদিস বুখারী শরীফ,
বাংলা হাদীস পিডিএফ,
বাংলা হাদিস পিকচার,
বাংলা হাদিস অ্যাপস,
বাংলা হাদিস অডিও,
বাংলা হাদিস অফলাইন,
বাংলা হাদিস অ্যাপ,
হযরত বাংলা অর্থ কি,
বাংলা অর্থসহ হাদিস,
হাদিস বাংলা অর্থ কি,
হাদিস বাংলা অর্থ,
বাংলা কোরআন ও হাদিস,
বাংলা আল হাদিস,
হাদিস আরবি বাংলা,
আরবি সহ বাংলা হাদিস,
বাংলা হাদিস ইমেজ,
বাংলা ইসলামিক হাদীস,
বাংলা ইসলামিক হাদিস,
বাংলা ইসলামিক হাদিস ভিডিও,
হাদীস ইন বাংলা,
হাদিস ইন বাংলা,
ইসলামিক বাংলা হাদিস,
হাদিস ইসলাম বাংলা,
বাংলা হাদিস ঈমান,
হাদিস বাংলা উচ্চারণ সহ,
১. যে ব্যাক্তি নিজের বিচার নিজে করতে পারে ।
তার মতো বড়ো বিচারক আর কেউ নেই---------- হযরত আলী
২. আল্লাহর কাছে সেই সমস্ত আমল পছন্দনীয়
যে আমল অল্প হলেও নিয়মিত করা হয়--- বুখারী, মুসলিম
৩. মুনাফিকের তিনটি চিহ্ন:-
১.যখন কথা বলে মিথ্যা কথা বলে
২.যখন ওয়াদা করে তা ভঙ্গ করে
৩.যখন কোনো কিছু আমানত রাখা হয় তার খেয়ানত করে।--- সহীহ বুখরী
৪.যে পবিত্র থাকতে চাই
তাকে আল্লাহ পবিত্র রাখে--সহীহ বুখরী
৫. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:----
তোমরা অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো।
আর তোমার জীবিত থাকা অবস্থায় ।
মৃত্যুর প্রস্তুতি নাও:----- সহীহ বুখারী ৬৪১৬
৬.যে ব্যাক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পরে ঘুমাবে শয়তান তার নিকটেও আসতে পারবেনা:- হযরত মোহাম্মদ (সা:)
৭.নিজেকে বড়ো মনে করা অন্যায়।
কারণ বড়তো কেবল আল্লাহ তাআলা র সম্পদ।
ইমাম গাজ্জালী রঃ
৮. আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন্ সম্পদ দেখবেননা ।তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ।
(সহীহ মুসলিম)
৯. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ।
তোমরা তোমাদের কাতার সোজা রাখবে।
কেননা কাতার সুজা করা সালাতের পূর্ণতার অংশ।
১০.যৌবন যা চাই তা তুমি করোনা।কারণ তোমার যৌবন একদিন ফুরিয়ে যাবে কিন্তু পাপ থেকে যাবে।
আল্লাহ আমাদের সকল কে গুনাহ থেকে বেছে থাকার তৌফিক দান করুন। আমিন
Click here -More interesting hadith
১১. আল্লাহ বলেছেন যে আমার ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে ।
আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন
১২. যে ব্যক্তি যত বেশি আমার ওপর দরুদ পাঠ করবে
সে ব্যাক্তি ( বেহেশতী)মর্যাদায় ততবেশি আমার নিকটবর্তী থাকবে
----- হযরত মোহাম্মদ (সা:)
১৩. রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সুন্দর এবং সুন্দর কে ভালোবসেন ( মুসলিম)
১৪. রসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছেন যে ব্যাক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি সে যেন তার মেহমানকে সম্মান করে
১৫. রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য চেষ্টা যে
সে যা শুনে যাচাই না করে অন্যকে সেই কথা বলে।
আরো হাদীস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা চেষ্টা করবো আরো নতুন হাদীস আপনাদের সামনে তুলে ধরতে।
إرسال تعليق