করোনার জেরে বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘোষণা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে জনমতকে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। করণা পরিস্থিতিতে পরীক্ষা যেন না হয় তার জন্য সুপারিশ করেন বিশেষজ্ঞ কমিটি। করণা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া কঠিন চ্যালেঞ্জ হতে পারে বলে আজ নবান্নে রিপোর্ট জমা দেয় বিশেষজ্ঞ কমিটি। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রেও মতামত চেয়েছিল রাজ্য সরকার। আজ বেলা দুটোর সময় ইমেইলের মাধ্যমে মতামত জানাতে বলেছিল অভিভাবকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে মাধ্যমিক না হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের মত 79 শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের মত 83%। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে যে ইমেইল করতে বলা হয়েছিল তার মধ্যে 34000 ইমেল মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। শেষমেষ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও অভিভাবকদের মতামতকে চূড়ান্ত বলে ঘোষণা করেন। তবে করোনাকালে বাতিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই কথাই ভাবে মুখ্যমন্ত্রী। পরীক্ষা বাতিল হলেও মূল্যায়ন কিভাবে হবে তা আগামী সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
إرسال تعليق