ভূমিকা:
Student credit card : শুধু মাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ে জন্য এই sceme টা চালু করা হয় নি ।
যে কোনো উচ্চশিক্ষার জন্য নেয়া হবে এই ঋণ। শুধু কোর্স ফি নয় পড়াশোনার ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য
এই ঋণ নেয়া হবে। স্কুল এর টিউশন ফি এর জন্যে এই টাকা ব্যাবহার করতে পারবেন। প্রায় সব কিছু করার জন্য এই সুবিধা ব্যাবহার করা হবে।
Click here-- More News
মাননীয় মুখ্য মন্ত্রী তৃতীয়বার ক্ষমতায় আসার পর আবার একটা নতুন স্কিম চালু করলেন।
যেই স্কিম এর কথা মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসর আগেই বলেছিল ।মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা step by step কাজ করে যাচ্ছে ।এই কিছু দিন আগেই কিষাণ ক্রেডিট কার্ড, স্কিম চালু করলেন। এই বার মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্র ছাত্রীদের আর্থিক সুবিধার জন্য চালু করলো নতুন স্কিম । এমন এক সময় ছিল যখন বাবা মায়ের টাকার অভাবে তাদের ছেলে মেয়ে রা পড়াশোনায় ভালো হলেও টাকার অভাবে তাদের পড়াশোনা ছাড়তে হতো ।কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ভেবে এক নতুন পর্ধক্ষেপ নিল । (STUDENT CREDIT CARD SCEME)।
কারা পাবে এই টাকা :
এই টাকা সবাই পাবে না ।ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই সুবিধা পাবেনা।মনে 10 লক্ষ্য টাকার লোন পাবেনা ।
ক্লাস 10 থেকে শুরু করে যে কোনো কোর্সের জন্য এই সুবিধা পাবে।শুধু কোর্সের জন্য নয় পড়াশোনার জন্য বাইরে যাওয়ার প্রয়জন হলেও এই সুবিধা পাবে।
কোন কোন কোর্সের জন্য এই টাকা পাবে:
প্রথমেই বলে রাখি যে উচ্শিক্ষার জন্য এই লোন পাবেন।
মানে যে কোনো কোর্সের জন্য এই সুবিধা পাবেন।
যেমন
১. ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল,আইন,আইএএস, ইত্যাদি
আরও অনেক কোর্সের জন্য এই sceme পাওয়া যাবে।
২. এছাড়া পড়াশোনার পাশাপাশি যদি কোনো ল্যাপটপ বা কোনো dives er প্রয়োজন হয় তাহলে নেয়া হবে ঋণ।
৩। আইটিআই এর জন্য ও নেয়া হবে এই ঋণ।
কত পরিমাণ সুদ লাগবে ?
১০ লক্ষ্য টাকায় লাগবে ৫শতাংশ সুদ । মানে খুব কম পরিমাণ সুদেই এই টাকা আপনারা সবাই পাবেন ।আর ১০ লক্ষ্য টাকার বেশি নিলে ৪ শতাংশ লাগবে ।
মানে যত বেশি টাকা নিবেন তত কম সুদ লাগবে।সবাই এই টার অ্যাপ্লাই করে নিন তাড়াতাড়ি ।৩০ এ জুন apply শুরু হয়ে গেছে।সবাই তাড়াতাড়ি করে নেবে এই টা কেউ যেনো মিস করোনা ।
ঋণ পাওয়ার প্রক্রিয়া:
ছাত্র ছাত্রীদের এই ঋণ নেয়ার জন্য আঁধার কার্ড ও দশম শ্রেণির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে হবে ।
তারপর উচ্চ শিক্ষা দপ্তর সেই সব চেক করে ব্যাংকে পাঠাবে।ব্যাংক ছাত্র ছাত্রীদের হতে পৌঁছে দেবে STUDENT CREDIT CARD।
ONLINE এ আবেদন করতে কি কি লাগবে??
শিক্ষারথীর এক কপি ফটো। অভিভাবকের এক কপি
ফটো লাগবে। শিক্ষার টির সহি। ও অভিভাবকদের সই।
শিক্ষার টির আঁধার কার্ড ও দশম শ্রেণির registration number। ও অভিভাবকদের প্রমাণ প্রত্র। পড়ুয়ার পানকার্ড। মাননীয় মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সুবিধার জন্য কাজ করে যাচ্ছে ।আমাদের উচিত এইসব স্কিম নিয়ে এগিয়ে চলা ।এই sceme আমাদের একটাই সুবিধা এই যে আমরা এর মাধ্যমে পড়াশোনা নিয়ে এগিয়ে যেতে পারবো ।যেসব ছাত্র ছাত্রীরা টাকার অভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছিলনা তারা আজ পড়াশোনা করে সফাল্য হতে পারবে। এই স্কেমের মাধ্যমে সবাই নিজের জীবন কে গড়তে পারবে।নিজের বাবা মা তাদের ছেলে মেয়ে কে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে ।
কেউ যদি ভাবে সেই ১০ লক্ষ্য টাকা দিয়ে যদি কেউ ভাবে টাকা অন্য কাজে লাগিয়ে দেবে সেটা হবেনা।শুধু মাত্র পড়াশুনার কাজেই এই SCEME ব্যাবহার করতে পারবে।আমি একটাই কথা বলতে চায় তোমরা সবাই এই SCEME এর সুভিধা নাও।
যদি লগইন বা রেজিস্টর করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্স এ নিশ্চই জানাবে।আমি অবশ্যয় চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করতে।
إرسال تعليق