মাধ্যমিকের ফল প্রকাশের খবর।কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। মাধ্যমিক পরীক্ষার খবর।

  

আজ প্রকাশ হলো মাধ্যমিকের রেজাল্ট।মাধ্যমিকের ফল প্রকাশের খবর।কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। মাধ্যমিক পরীক্ষার খবর।


1. আজকের খবর 

2. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল এর খবর

3.কি ভাবে  দেয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর রেজাল্ট

4. ঐকশ্রী স্কলারশীপ এর টাকা কবে ঢুকবে

5. কন্যাশ্রী স্কলারশীপ এর টাকা কবে ঢুকবে

6. বাংলাদেশে কি বন্ধ হবে ফ্রী ফায়ার ও পাবজি

 



আজকে প্রকাশ হলো দশম শ্রেণীর (মাধ্যমিক পরীক্ষার) রেজাল্ট।

আজ বেলা ১০ তার সময় প্রকাশ করা হল মাধ্যমিক এর রেজাল্ট। 

কিন্তু তা রেজাল্ট নয় অন্য কিছু ।২০ জুলাই মানে মঙ্গল বার রেজাল্ট প্রকাশ করা হলো ।কিন্তু রেজাল্ট এখনো ছাত্র ছাত্রী দের কাছে পৌঁছায় নি বলা হয়েছে  ২৩ এ জুলাই ছাত্র ছাত্রীরা তাদের হাতে রেজাল্ট পাবে ।সেই ছাত্র ছাত্রীরা তাদের স্কুল থেকে পাবে ।  

কিন্তু আজকে রেজাল্ট মানে কত নম্বর পেয়েছে সেটা জানতে চাইলে শিক্ষা সংসদ নানা রকম সাইট খুলে দিয়েছে সেখানে গিয়ে চেক করতে পারবে ছাত্র ছাত্রীরা।

নিচে সেইসব   সাইট এর লিঙ্ক দেয়া হলো।

1.www.wbbse.wb.gov.in

2.wbresults.nic.in

3.www.exametc.com

4.www.result.skisha 

এই সব লিংক গুলো মধ্যে যে কোনো একটা লিংক দিয়ে রেজিষ্শন নম্বর ও date of birth দিয়ে চেক করলে আপনারা আপনার নম্বর দেখতে পাবে।



কি ভাবে চেক করবেন মাধ্যোমিক এর রেজাল্ট।

ওপরের যে কোনো একটা  লিংক visit করবেন এবং সেখানে ছাত্র ছাত্রীরা তাদের রেজিষ্শন নম্বর ও date of birth দিবেন।তাহলে তোমাদের মাধ্যমিকের ফল দেখতে পাবে ।

মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য  আরো একটি নতুন অ্যাপ এর সাহায্যে ছাত্র ছাত্রীদের জন্য রেজাল্ট দেখার সুভিদা করে দিয়েছে। মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে। (আপটার নাম  হলো মাধ্যমিক রেজাল্ট চেক )।

মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলো । যার মাধ্যমে ছাত্র ছাত্রীদের খুব সুবিধা হলো ।এই বছর মাধ্যমিক এর রেজাল্ট জানা যাচ্ছে যে 

এই বছর প্রথম স্থান অধিকার করেছ ৮৪ জন। 

এবং সবাই ৯০+ নম্বর পেয়েছে ও এই বছর ফেল এর সংখ্যা নেই মনে  শূন্য শতাংশ । এবং পাশের হার হচ্ছে ১০০ শতাংশ। 


এইবছর করোনা পরিস্থিতিতে গোটা দেশ বন্ধ।বন্ধ রয়েছে কলকারখানা স্কুল কলেজ ও হাসপাতাল ও না শিক্ষা প্রতিষ্ঠান ।এবং সাধারণ মানুষের ব্যাবসা প্রযন্ত বন্ধ রয়েছে । তার জন্য বন্ধ হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ তার ফল প্রকাস করা হলো ।এবং ২২ জুলাই হবে উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশ । মাধ্যমিকের যা  রেজাল্ট প্রকাশ হয়েছে তা দেখে  মনে হচ্ছে উচ্চমাধ্যমিক এর রেজাল্ট ও খুব ভালো হবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন