কিভাবে ব্লগ তৈরি করতে হয়। ব্লগার কি।কিভাবে ফ্রীতে ব্লগার তৈরি করতে পারবেন।কিভাবে ব্লগ থেকে টাকা ইনকাম করবো

 

ভূমিকা: 

ব্লগার আপনার বসে থাকতে থাকতে কিছু আয় করে দিতে পারে।আপনি ব্লগার এ পোস্ট লিখে বসে বসেই বাড়িতে ইনকাম করতে পারবে।আপনাকে ভালভাবে কন্টেন্ট লিখে  কোনো কপি কন্টেন্ট না করলে আপনি কয়েক দিনের মধ্যেই অ্যাডসেন্স এর অ্যাপুভ পেয়ে যাবেন ।যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই ইনকাম করতে পারবেন।

1.GAMING NEWS

2.APPS NEWS

3. NEWS





ব্লগার কি?

ব্লগার হলো একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার পোস্ট নিজের খুশি মত যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারবেন যেমন - ইসলামিক পোস্ট , নিউজ পোস্ট, মুভি পোস্ট, টেক and টিপস রিলেটেড পোস্ট,এছাড়া আরো নানা  পোস্ট করতে পারবেন। এবং আপনার পোস্ট যে কোনো মানুষের কাছে সহেজেই পৌঁছতে পারবে। এটাই হলো ব্লগার।



কি ভাবে ব্লগার অ্যাকাউন্ট বানাবেন?

প্রথমেই আপনি গুগল এ গিয়ে সার্চ করবেন bloger.com তাহলেই আপনার কাছে নিচের মত একটা ইন্টার ফেস খুলে যাবে।



সেখানে create your account লিখা থাকবে সেই খানে ক্লিক করবেন তারপর তারপর আপনার কাছে নতুন ফেস খুলে যাবে নিচের ফটোর মত সেখানে আপনার টাইটেল দিবেন মানে যে বিষয় নিয়ে আপনি ব্লগার খুলেছেন সেই মতাবিক নাম বা টাইটেল টা দিবেন।





তারপর next এ ক্লিক করবেন এবং আপনার কাছে চলে আসবে ব্লগস্পট url mane web address সেখানে আপনি নিজের ওয়েব অ্যাড্রেস দিবেন। নিচের ফটোর মত।





তারপর আপনার কাছে আবার আপনার ব্লগ title জানতে চাই বে এবং সেটা দিয়ে next করে দিবেন তাহলে আপনি নিজের একটা ব্লগ খুলতে পারবেন।




ব্লগারে  কি কি  অপশন থাকে?

১.ওপরে থাকবে আপনার ব্লগ title- 

ব্লগ TITLE হলো আপনি যে টাইটেল টা প্রথমে দিয়েছেন সেটা হলো ব্লগ টাইটেল ।

২. নিউ পোস্ট

নতুন পোস্ট হচ্ছে আপনি যে বিষয়ের ওপর ব্লগ খুলেছেন সেই সব সম্পর্কে নিউ পোস্ট মানে পোস্ট তৈরি করতে পারবেন ।এবং সেই সব পোস্ট ওয়ার্ল্ড এ দেখতে পাবেন ।

৩. পোস্ট

পোস্ট হচ্ছে যে  আপনি যে সব পোস্ট গুলো publish করেছেন সেই সব পোস্ট গুলো আপনার কাছে দেখাবে এটাই হচ্ছে পোস্ট।

৪. স্টেটাস 

স্টেটাস হচ্ছে আপনার সাইট বা ব্লগ এ কত জন ভিসিট করেছে বা কত জন আপনার পোস্ট দেখেছেন সেটা আপনার ব্লগের স্টেটাস এ দেখাবে । স্টেটাস এর মাধ্যেমে আপনি জানতে পারবেন  কত ভিজিটর হয়েছে দিনে বা সপ্তাহে ও মাসে অথবা সবসময়।


৫. কমেন্টস

কমেন্ট হচ্ছে আপনার পোস্ট এ কে কি মন্তব্য  করছেন এর মাধ্যমে আপনি কেউ যদি কিছু প্রশ্ন করে তাহলে আপনি কমেন্ট এর মাধ্যমে আপনি উত্তর দিতে পারবেন।


৬. আর্নিং

এটা হচ্ছে আপনার  একটি স্পেশাল বিষয় এর মাধ্যমে আপনি পোস্ট করে আর্নিং করতে পারবে।যার ফলে আপনি ঘরে বসে পোস্ট লিখে আর্নিং করতে পারবেন।কি করে আর্নিং করতে পারবেন সেটা আমি আর একটা পোস্ট এ বলবো







৭.পেজ

পেজ হচ্ছে আপনার সম্পর্কে কিছু জানবে ব্লগ ও যারা পোস্ট দেখেবন তারা আপনাকে চিনতে পারবে।
যেমন about me, contact me, privacy policy , disclaimer । Page এ আপনার privacy policy , disclaimer এই দুটি জিনিস অ্যাড করতেই হবে।


৮.থিম:

থিম হচ্ছে আমার ব্লগ কে ভালোভাবে সাজানোর জন্য ব্যাবহার করা হয় যাতে আপনার ব্লগ কে দেখতে  ভালো লাগবে 


৯. Layout

Layout হলো আপনার থিম এ কথাই কি অ্যাড করবে এই layout দিয়ে সাজানো হয় এর মাধ্যমে আপনার ব্লগ কে ভালো ভাবে সাজিয়ে আপনার ব্লগ সন্দ্রজ ময় হয়ে যাবে যাতে আপনার ব্লগ দেখে সবাই কে ভালো লাগে।


১০. সেটিং: 

সেটিং হচ্ছেঃ ব্লগ বা যে কোনো জিনিসের জন্য খুব গুরত্বপূর্ণ বিষয় এই খান থেকে আপনি আপনার ব্লগে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি সেটিং এ সব ঠিক করতে পারবেন।









কিভাবে ব্লগ কে সার্চ কনসোলে এর সাথে যুক্ত করতে পারবেন সেটা  নিয়ে  পোস্ট করবো ।এবং কিভাবে পোস্ট ইনডেক্স মানে গুগল এ যেনো আপনার পোস্ট আসে তা কি করে করবেন সেগুলো আরেকটি  পোস্ট এ আমি বলে দেব।  

ব্লগ থেকে টাকা(earning) কামাবেন কীভাবে করবেন তার একটু ব্যাখ্যা







Earning কিভাবে করতে পারবেন সেটা নিয়ে একটু বলে রাখি যদি আপনি ভালো মত earning করতে চান তাহলে আপনাকে মাত্র কিছু টাকা ফাঁসাতে হবে ।আর আপনি যদি ভাবেন যে ফ্রী তে করবেন তাহলে তার জন্য আর আমার পোস্ট গুলো তে গিয়ে search করুন পেয়ে যাবেন।
তো কথা হচ্ছে কিছু টাকা ফাঁসিয়ে আপনি একটা মোটা অংকের টাকা করতে পারবেন বাড়িতে বসেই  । যদি আপনি আপনার ব্লগের পোস্ট গুলি কে rank korate চান তাহলে আপনাকে প্রথমত একটা ভালো domoin কিনতে হবে যেমন .com,.in,.org,.xyz ইত্যাদি ।
দ্বিতীয়ত আপনাকে একটা ভালো থিম -paid theme   ব্যাবহার করতে হবে পোস্ট কে ভালো ভাবে প্রচারের জন্য আপনাকে একটা paid কীওয়ার্ড টুল নিতে হবে।
তাহলে আপনি আপনার ব্লগ সাইট কে ভালো ranked করাতে পারবেন আর ranked হলেই আপনার earning খুব ভালো হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন