ঐক্যশ্রী স্কলারশিপ এর নতুন রেজিস্ট্রেশন কিভাবে করব। 2021 সালের ঐক্যশ্রী স্কলারশিপ এর নতুন রেজিস্ট্রেশন করার নিয়ম

আবারো নতুন করে শুরু হলো ঐকশ্রী স্কলারশিপের নতুন রেজিষ্শন।

আজ ১৫ আগস্ট ২০২১ নতুন করে ফর্ম ফিলাপের  সুযোগ পেলো ছাত্র ছাত্রীরা।আপনারা তো জানেন এই স্কলারশীপ এর টাকা ক্লাস 1 থেকে 12  পাবে।

ছাত্র ছাত্রীরা যা সুযোগ সুবিধা পেতো এই স্কলারশীপ এর মাধ্যমে সেই সব সুযোগ সুবিধা পাবে। 

2021 থেকে 2022 সালে নিউ রেজিস্ট্রেশন এ ছাত্রছাত্রীরা কত টাকা করে পাবে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ছাত্র ছাত্রীরা এগারো শো টাকা পাবে এবং একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 3000 টাকা পাবে এবং কলেজের ছাত্র-ছাত্রীরা 5000 টাকা পাবে।




কি করে নতুন রেজিষ্ট্রেশন করবেন

 

প্রথমেই আপনাকে ঐকশ্রী বলে গুগলে search করে নিতে হবে। আপনার কাছে scholarship এর একটা পেজ চলে আসবে ।সেটাই ক্লিক করবেন  তখন আপনার কাছে নতুন একটা পেজ খুলে যাবে।
সেখানে 5 টা অপশন থাকবে 


1।RENUWAL  APPLICATION
2। STUDENT NEW REGISTRATION
3।STUDENT LOGIN। 
4।TRACK YOUR APLICTION
5। INSTITUTE LOGIN

রেনেওয়াল অ্যাপ্লিকেশন হল যে ফ্রেস ঐকস্রী অ্যাপ্লিকেশনটি আপনি প্রথমবার কোন শ্রেণীতে সাবমিট করেছিলেন  এবং এবং দ্বিতীয়বার আপনি যখন ফরম ফিলাপ করবেন তখন আপনাকে আর ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে না আপনাকে শুধু আগেকার আইডি ও পাসওয়ার্ড দিলেই এটাই হচ্ছে রেনুয়াল অ্যাপ্লিকেশন।


2।আপনি যদি নতুন হন মানে আপনার  নিউ রেজিষ্ট্রেশন হবে তাহলে আপনাকে দ্বিতীয় তে ক্লিক করতে হবে  এবং নিউ রেজিষ্ট্রেশন করতে হবে ।নিউ রেজিষ্ট্রেশন এর জন্য আমি পড়ে বলবো।

3।আপনি যেন ঐকোসরী ফরম টা ফিলাপ করবেন সে
ই ফরম ফিলাপ যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার একাউন্টটা লগইন করতে পারবে এটাই হচ্ছে স্টুডেন্ট লগইন তার জন্য আর একটা পাসওয়ার্ড ও আইডি থাকবে।

4. ট্রাক ইউর অ্যাপ্লিকেশন 
এটা হচ্ছে আপনি যখন ফরম ফিলাপ করবেন আপনার ফর্মটা কতদূর কার্যকর হয়েছে মানে আপনার টাকা কখন ঢুকবে বা আপনার কোন লেভেল পর্যন্ত ভেরিফাই হয়েছে তা আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন।


NEW REGISTRATION 2021-2022




তো প্রথমেই আপনাদের চলে যেতে হবে ঐক্যশ্রী সাইটে সেখানে গিয়ে ঐক্যশ্রী স্কলারশিপ নামে একটা টেজ শো হবে সেটিতে ক্লিক করবে এবং আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে সেখানে 5 টা অপশন থাকবে তার মধ্যে নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশন করতে আপনাদের প্রথমেই জানতে চাবে আপনার আপনি দেবেন তারপর আমরা ডিস্ট্রক্ট
তারপর আপনার ব্লক বেছে নেবেন ।
তারপর আপনার নিজের নাম লিখতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম ও লাস্ট নেম লিখতে হবে তারপর আপনার বাবার নাম তারপর আপনার মায়ের নাম লিখতে হবে তারপর আপনার লিঙ্গ কি তা বেছে নিতে হবে আপনি যদি মেয়ে হয় তাহলে ফিমেল বেছে নেবেন আর আপনি যদি ছেলে হন তাহলে মেল  বেছে নেবেন  । তারপর আপনাকে আপনার ধর্ম টা বেছে নিতে হবে যদি আপনি মুসলিম হন তো মুসলিম এ বেছে নেবেন যদি হিন্দু হয়ে হিন্দু বা যদি অন্য কোন ধর্মের হন তাহলে সেটা বেছে নেবেন। তারপর আপনার জন্ম তারিখ যেতে হবে তারপর আপনার মোবাইল নাম্বার তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার সাথে আই এফ এস সি কোড দিতে হবে তারপর নিচে আপনার যেরকম ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোড বসিয় সাবমিট করতে হবে তাহলে আপনি
 দ্বিতীয় স্টেপ এ চলে যাবে তারপর দ্বিতীয় স্টেপ ফিলাপ করে লাস্টে সাবমিট করে আপনার নতুন রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এভাবে আপনি 2021 সালে ঐক্যশ্রী স্কলারশিপ এর নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন


Post a Comment

নবীনতর পূর্বতন