নবীদের জীবনী।নবীদের কাহিনী।বাংলা হাদীস। ইসলামিক হাদীস।BANGLA HADITH

1।নবীদের জীবনী।

2।বাংলা হাদীস।

3।ইসলামিক ফোটো।

4।ইসলামিক গজল।



নবীদের কাহিনী ও জীবনী:


মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছে এবং তিনা কে ঘিরে সাহাবীগণ বসে ছিলেন।
এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন যে মসজিদে প্রবেশ করবে জান্নাতের অধিকারী। এমন কথা সোনার পর সাহাবীগণ বিস্ময় হয়ে তাকিয়ে রইলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে। সাহাবীগণ সব নিজের মধ্যে আলোচনা করতে থাকে এবং বলতে থাকে হয়তো হযরত আবু বক্কর অথবা হযরত ওমর অথবা এমন কোন ব্যক্তি প্রবেশ করবে যাদের জান্নাতের  সুসংবাদ আগেই ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের সমালোচনা মাঝে এমন একজন সাধারণ ব্যক্তি প্রবেশ করলো যা দেখেন তারা হচকিত হলেন । সে একজন এমন সাধারণ আনসারী ব্যাক্তি ছিলেন যার নাম ঠিকানা অধিকাংশ জানা ছিল না। তার পরেরদিনও মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মসজিদে বসে ছিলেন বসে ছিলেন তাকে ঘিরে সাহাবীগণ ও বসে ছিলেন । তখন মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আবারও বললেন এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতের সুসংবাদ পাবেন বা জান্নাতের অধিবাসী। এবং দ্বিতীয় দিন সেই সাধারন আনসারি প্রবেশ করলেন তা দেখে সাহাবীগণ আবার হোচকিত হলেন। তৃতীয় দিন মহানবী আবারও বললেন এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতের অধিবাসী। সাহাবীগণ অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে থাকে এমন সময় সেই সাধারণ আনসারী প্রবেশ করলো। ত খন সাহাবীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো তার মধ্যে এমনকি আলাদা আছে ।
এমন সময় এক বিখ্যাত সাহাবী ভাবলেন তাকে জানতে হলে উনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তার জন্য তিন্নি এক সিদ্ধান্তে পৌঁছালেন ----এবং তিনি তার কাছে গেলেন এবং টিনা কে বললেন আমার বাবা সাথে বা আব্বুর সাথে একটুও মন মনোমালিন্য হয়েছে। তাই চিনি টিনার কাছে তিন দিন থাকতে চায় এবং তিনি অনুমতি দিলেন। তখন সেই সাহাবী তাকে সারাদিন ধরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু সারাদিন ধরে তার মধ্যে কোন অন্যরকম ইবাদত দেখতে পেলেন না এবং তিনি ভাবলেন তাহলে হয়তো তিনি রাত জেগে এবাদত করে কিন্তু রাতে যা দেখলেন সেটা তিনি আশা করিনি তিনি দেখলেন যে সাহাবী নামাজ পড়ে আবার খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ল তারপর সকালে উঠে সে বিখ্যাত ছবি থাক এসব কথা সত্যি সত্যি বলে দিলেন যে তার বাবার সাথে তার কোনো ঝগড়া হয়নি এবং তিনি এটাও বলে দিলেন যে তিনি এমন কি ইবাদত করেন যে তুমি অন্য কারোর থেকে আলাদা বা জান্নাতে অধিবাসী। তখন সেই আনসারী ব্যক্তি বললেন আমি প্রত্যেকদিন এইরকমই এবাদত করি এর বাড়তি কিছু করিনা। তখন সে বিখ্যাত সাহাবী সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় আনসারী ব্যক্তি বলল আমি একটা জিনিস করি যে কোন ব্যক্তি আমাকে অপমান বা খারাপ ব্যবহার করলে আমি রাতে ঘুমানোর আগে তাদের কে ক্ষমা করে দি এবং তাদের ওপর রাগ পুষে রাখি না।

তখন সেই বিখ্যাত সাহাবী বুঝতে পারলেন এইজন্যই এই আনসারী ব্যক্তি জান্নাতে অধিবাসী।

Post a Comment

أحدث أقدم