মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ করা হবে।কবে রেজাল্ট দেয়া হবে ।কিভাবে হবে মূল্যায়ন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর রেজাল্ট কবে বেরোবে।hs and maddhomick result news

 মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ করা হবে।




20th জুলায়ের মধ্যে বা তার আগে ফল মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।এই সম্ভাবনার  খবর উঠে আসছে মধ্যশিক্ষা পর্ষদে। 20th জুলাই এই চূড়ান্ত সিন্ধান্ নিবেন মধ্যশিক্ষা পর্ষদ বলে জানা গেছে বলেই পর্ষদ সূত্রের খবর।কিন্তু তার আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যেতে পারে তার সম্ভবনা রয়েছে।


মধ্যশিক্ষা এর সভাপতি কল্যাণময় বন্দোপাধ্যায় অধিকারীদের দুরুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে। মধ্যমিকের ফল প্রকাশ করার কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে বলে জানা যায় খবর সূত্রে। গত বারের মতোই এবারে মাধ্যমিকের result এ  গ্রেডেশন দেয়া হবে বলে জানা যায়।

তার পাশাপাশি  উচ্চমাধ্যমিকের রেজাল্ট এর সূত্র ভেসে আসছে মধ্যশিক্ষা পর্ষদে র তরফ থেকে। তার জন্য ক্লাস টেন এর রেজাল্ট ও অ্যাডমিট।ক্লাস ইলেভেন এর রেজিস্ট্রেশন লাগবে তাছাড়া ছাত্র ছাত্রীদের আঁধার কার্ড ও আরও প্রয়োজনীয় জিনিস পত্র লাগবে।এবং সেই সব প্রমাণ পত্র স্কুল এ জমা দিতে হবে।

বর্তমান করোনা পরিস্থিতিতে  চলতি বছরে বাতিল হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা তার মুল্যায়ন কি ভাবে হবে তার খবর আগেই জানা গিয়েছে। বলা হয়েছিল গত সাত দিনের মধ্যে মূল্যায়ন এর খবর জানানো হবে এবং টা জানানো হয়েছে। মূল্যায়নের খবর জানতে ক্লিক করুন -- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাএর মূল্যায়ন


সকল ছাত্র ছাত্রীদের জানানো হচ্ছে তোমরা সবাই  ওয়াইট করো তোমাদের রেজাল্ট খুব তারা তারি দেয়া হবে ।যদি কেউ জমা দিয়ে না থাকো তাহলে কোনো টেনশন  নেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে । এই করোনা পরিস্থিতিতে দেশে খুব ই খারাপ অবস্থা তাই বাতিল করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। 

মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য নেয়া হবে--  জন্যে নেয়া হবে ক্লাস নাইনের রেজাল্ট ও টেন এর ফর্মাটিভ পরীক্ষার দুটি বিষয় নিয়ে ক্লাস দশম  এর ফল প্রকাশ করা হবে । উচ্চমাধ্যমিক এর  ফল প্রকাশ করার জন্য লাগবে ক্লাস টেন এর রেজাল্ট ও ক্লাস ইলেভেন ও দ্বাদশ শ্রেণির  ফর্মাটিভে আর সব কিছু লাগবে।

সব নতুন নতুন খবর জানত আমাদের ব্লগ এর ফলো করুন ।   আমরা আরো নতুন নতুন খবর আপনাদের সাথে যুক্ত থাকুন। 


Post a Comment

أحدث أقدم