কিভাবে আপনি আপনার ব্লগার বা ওয়েবসাইট গুগলের মধ্যে ranked করাবেন।
আমি প্রথমেই বলেছি ব্লগ সম্পর্কে যদি কেউ পোস্টটি না পড়ে থাকেন তাহলে নিচের লিংক এ ক্লিক করুন।
- কী ভাবে ফ্রী তে একটা ব্লগার খুলবো?
যদি আপনি একটি ব্লগ ওপেন করেছেন বা তৈরি করেছেন তাহলে আপনি কিভাবে আপনার ব্লগ তাকে উচ্চ পদে নিয়ে যাবেন ।বা কিভাবে গুগল এর মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবেন তার জন্য আমার পোস্ট টা ভালো করে পড়ুন নিশ্চই আপনি কিছু জানতে পারবেন।
Theme (থিম):
যদি আপনি একটা ব্লগ তৈরি করেছেন তাহলে আপনাকে প্রথমত একটা ভালো থিম নিতে হবে ।সেটা পেইড থিম হলে ভালো হয় তাহলে আপনার ব্লগ ranked করে শুধু থিম নিয়ে নিলে হবেনা সেটা কে ভালো ভাবে কাস্টোমাইজ করতে হবে ।তাহলে আপনার ব্লগ টা দেখতেও ভালো লাগবে এবং অ্যাডসেন্স খুব তারা তারি পেয়ে যাবেন। নিচে কিছু থিম ডাওনলোড এর লিঙ্ক দিলাম।
কীওয়ার্ড রিসার্চ:(keyword research):
যদি আপনি আপনার ব্লগ কে ranked করাতে চান তাহলে আপনাকে কীওয়ার্ড রিসার্চ করে পোস্ট করতে হবে।এই বার আপনাদের মনে প্রশ্ন আসছে হয় তো কীওয়ার্ড রিসার্চ আবার কি ।চলুন তাহলে জেনে নিই কীওয়ার্ড রিসার্চ কি ----।
কীওয়ার্ড রিসার্চ হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট এর একটি গুরুতপূর্ণ বিষয় যা আপনার পোস্ট কে ভালোভাবে রানক করতে সাহায্য করে।
যেমন ধরুন আপনি গুগল এ সার্চ করলেন ---- কিভাবে বাড়িতে বসে ইনকাম করতে পারবো।
তখন আপনার কাছে অনেক saggetion চলে আসছে টা আপনি ওপরের ফটো তে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কীওয়ার্ড ।আপনি গুগল এর মাধ্যেমে কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন ।এছাড়া ফ্রী কীওয়ার্ড রিসা্চ টুল ব্যাবহার করেও আপনি কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন আমি নিচে কয়েকটি ফ্রি কীওয়ার্ড রিসার্চ টুল দিলাম নিচের লিংক গুলো তে ক্লিক করুন
সবথেকে ভালো হয় আপনি যদি কোনো পেইড কীওয়ার্ড রিসার্চ টুল নিতে পারেন তাহলে আপনার পোস্ট খুব তারা তারি ইনডেক্স এবং ফার্স্ট গুগল এ ফার্স্ট পেজ এ শো হবে।
Domain (ডোমেইন):
আপনার ব্লগ ranked করার সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডোমেইন ।চলুন ডোমেইন কি আপনাদের সাথে একটু আলোচলানা করি ডোমেইন হচ্ছে আপনার ব্লগের নামের পাশে যে . দিয়ে কিছু একটা থাকে যেমন .com,. net,.in,.xyz,.co ইত্যাদি এইসব ডোমাইন আপনাদের কিনতে হবে তবেই আপনাদের ব্লগ বা ওয়েবসাইট ভালো ranked করবে গুগল এ ।
ডোমেইন কিভাবে অ্যাড করবেন টা জানার জন্য নিচের পোস্ট এ ক্লিক করুন।
কিভাবে ডোমেইন অ্যাড করতে হয়:
সার্চ কনসোল
তারপর ক্লিক করবেন আপনি আর আপনার কাছে এই রকম একটা পেজ show হবে এইখানে আপনি যদি ডোমেইন কিনে থাকেন তাহলে আপনার ডোমেইন দিয়ে প্রথম তাতে আপনার ডোমেইন টা বসবেন এবং continue করে দেবেন।তাহলে ভেরিফাই হয়ে যাবে।
আর দ্বিতীয় টা আপনার যদি ডোমাইন না থাকে তাহলে দ্বিতীয় নম্বর টা তে আপনার সাইট টা বসবেন এবং continue করে দেবেন। তাহলে আপনার ।search console account খুলে যাবে ।
খুলে যাওয়ার পর আপনার search console এর সাইট ম্যাপ এ যাবেন তারপর আপনার সাইট ম্যাপ টা বসাবেন ।কিভাবে সাইট ম্যাপ অ্যাড করতে হয় ।জানতে হলে নিচের লিংক এ ক্লিক করেন
khub valo laglo pore
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন