উচ্চমাধ্যমিকের রেজাল্ট কখন দেবে। উচ্চমাধ্যমিক রেজাল্ট নিয়ে উচ্চমাধ্যমিক সংসদের ভুল বিজ্ঞপ্তি।কিভাবে দেয়া হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। Hs news 2021

উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশে বড়ো সড় ভুল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।high secondary exam result news 2021।








উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য যে খবর দেওয়া হয়েছিল সেই খবরে বড়োসড়ো একটা ভুল ধরা পড়েছে।
বলা হয়েছিল বাইশে জুলাই ছাত্র-ছাত্রীরা তাদের রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করতে পারবে ।কিন্তু এখন জানা যাচ্ছে  বড় সড়  ভুল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা তাদের রোল নাম্বার এখনো পর্যন্ত পায়নি আর সেই রোল নাম্বার বা এডমিট কার্ড রেজাল্টের সাথে দেয়া হবে বলা হয়েছিল।
তাহলে ছাত্র-ছাত্রীরা কিভাবে তাদের মার্কশিট বা রেজাল্ট চেক করতে পারবে। আর এজন্যই ভুলবার তাহলে রীতিমতো মানুষের মনে প্রশ্ন ওঠে এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলি হেডমাস্টার প্রথা সেক্রেটারি এই বিষয়ে অভিযোগ জানান।



তারপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সে ভুল বার্তা সংশোধন করে বললেন যে ছাত্র-ছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণির যে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছিল । আর সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইনে ওয়েবসাইট মারফত জানতে পারবে।

 
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 22 এ জুলাই  দুপুর তিনটার সময় সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
2021 সালে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে  মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল এবং সে রেজাল্ট বেরোতেই ভুল হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। 
তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে 2021 সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিজের রেজিস্ট্রেশন নাম্বার দে চেক করতে পারবে এবং তেইশে জুলাই স্কুল দপ্তর ছাত্র-ছাত্রীদের মার্কশিট তৈরি করতে পারবে বা রেডি রাখতে পারবে এবং তেইশে জুলাই ছাত্র-ছাত্রীদের মার্কশিট অভিভাবকের হাতে তুলে দিবেন।

আরো নতুন নতুন খবর পেতে আমাদের ব্লগারের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকার জন্য আমাকে বা আমার ব্লগ এ  ফলোকরুন তাহলে আমি আপনাদের সামনে নতুন নতুন খবর তুলে দিতে পারব আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন-----OIKOSSREE SCHOLARSHIP MONEY NEWS

Post a Comment

أحدث أقدم